শেখ হাসিনার আ'লীগ আর চাই না’, জেলে বসে দলটির মন্ত্রী ফারুক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার আ’লীগ আর চাই না’, জেলে বসে দলটির মন্ত্রী ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জেলে বসেই ফেসবুক চালাচ্ছেন। এসময় তিনি একটি নিজের আইডিতে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে ‘শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না’ লিখে অভিমত দিয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনাকে নিয়ে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক একাউন্টে তিনি লেখেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তাঁর হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি।

তিনি আরও লেখেন, দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতিত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।

শেষে লেখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

তার স্ট্যটাস দেয়ার ৩০ মিনিট পর পেজটি আর দেখা যাচ্ছে না সোস্যাল মিডিয়াতে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ