শেখ হাসিনার লন্ডন সফরে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভে লন্ডন মহানগর বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৪, বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার লন্ডন সফরে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভে লন্ডন মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য বিএনপির উদ্দ্যোগে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে গতকাল ৪ মে বৃহস্পতিবার হাইড পার্ক কর্নারে সমবেত হয়ে লন্ডনের রাজপথে বিক্ষোভ মিছিল সহকার অবৈধ প্রধানমন্ত্রী আগমনে লন্ডন ক্লারিজের হোটেল সামনে বিকাল ৪ ঘটিকা থেকে রাত্রে ২ ঘটিকা পর্যন্ত বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে ‘যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভে স্টেপ ডাউন শেখ হাসিনা’ ডিক্টেটর শেখ হাসিনা’ সহ নানান স্লোগান মুখরিত ছিল লন্ডনের রাজপথ। নেতাকর্মীদের হাতে চিল গুম ও খুন হওয়া নেতাকর্মীদের ছবি, বাংলাদেশে নির্যাতিত ছবি এবং ফ্রি খালেদা জিয়া সম্ভলিত প্লেকার্ড । অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী তে লন্ডন মহানগর বিএনপি লন্ডনের আলতাফালি পার্কে সমবেত হয়ে সংক্ষিপ্ত সভা শেষে মিছিল সহ কারে বিক্ষোভে যোগদান করেন। লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম ,সাধারণ সস্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী ,শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু ,আব্দুস সালাম আজাদ ,আব্দুর রব. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ , যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান আহমেদ চৌধুরী , সোহেল শরীফ মোহাম্মদ করিম , সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সোহেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক মঈনুল ইসলাম. দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম মাহমুদ. সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক. সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ.ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ , মো: মোমিন মিয়া. সহ-যুব বিষয়ক সম্পাদক জমির আলী. সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ.গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম , ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান , সহ-ছাত্র বিষয়ক ইমরান হোসেন. মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নহার সাহানা , বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম , পশিক্ষন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম. লন্ডন মহানগর বিএনপি নেতা রানা আহমেদ সোহেল,আব্দুল হক শাওন. গোলজার আহমদ. সামসুল হক. পটল মিয়া. আঃ সালাম. হোসেন আহমদ. মো: আশরাফুল আলম,মো: তারেক উদ্দিন.মোঃ শরিফুল ইসলাম. রাজিব আহমদ. আমির হোসেন. সাঈদ সরোয়ার টিটু. শেরওয়ান আলী. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. কায়ছল ইসলাম. মোঃ ফজল আহমদ. মোঃ আকছার আহমদ. আল রায়হান. আশিক আহমদ. মোঃ সুমন. আল মুমিন. মোঃ রফিক. সাহেদ আহমদ. রোকন মিয়া. মোহাম্মদ ওসমান গনি. মোঃ মনজু. মাহবুবুর রহমান. বাচ্চু মিয়া. আল মুনিম.জাহাঙ্গীর আলম. আল রায়হান.জুলফু মিয়া. শাহ মোহাম্মদ রুমন মিয়া. আল আমিন. কামাল আহমদ জাবেদ মিয়া. মো পারভেজ মিয়া সুজা. মোঃ শায়েক আহমদ. ইকবাল হোসেন. মোঃ মিজানুর রহমান. ছায়েদ মিয়া. এম আশরাফ উদিদন. মোঃ আনিসুর রহমান. রাসেল আহমদ. এডঃ অলিউর রহমান. জাকির খান. মিনহাজ আহমদ. মোঃ বিপ্লব মাহামুদ. এ কে এম নেছার উদিদন. সৈয়দ তারেক রশিদ. সুমন সিংহ. আবুল কমর মোহাম্মদ খালেদ. মোঃ নাজমুল হোসেন সোহাগ. মো: ফান্টু. মোঃ রাকিব. জাহাঙ্গীর খান. মোঃ আসিফ সরকার. মোঃ কবির হোসেন. মামুদ পারভেজ. ফয়রল ইসলাম. আবুরকর আরিফ. মোঃ নাসির উদিদন.রোহান তারিক. ফরহাদ আহমদ. সাইফুর রহমান. জাহিদুল ইসলাম. আব্দুছ সালাম. মনির আহমদ. সোহান আহমদ লালন. নাইম সুলতানা. সোয়েব ইসলাম. ইমাদ উদিদন ওনক. কামরুল ইসলাম ভূঁইয়া. শানুর মিয়া. এইচ এম ওবায়দুল ফাওাহ. জান্নাতুল ফেরাদীস. সৈয়দা রিফাত হাসান. খলিলুর রহমান. মনসুর আলী. শামীম আহমদ. চেরাগ আলী. সোহেল আহমদ. আব্দুছ ছাওার. মিলন মন্ডল. মহেব্বুল হাসান. আবু সাঈদ চৌধুরী. তারেকুল হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ