শোবিজে হেনস্থা বন্ধে আলাদা সংস্থার দাবি ব্রিটিশ তারকাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শোবিজে হেনস্থা বন্ধে আলাদা সংস্থার দাবি ব্রিটিশ তারকাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৮, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৮, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
হলিউড হোক বা বলিউড,যৌন হেনস্থার খবর নিয়ে আলোড়ন কম হয়নি। তাই শোবিজে যৌন হেনস্তা মোকাবেলায় আলাদা সংস্থা চেয়ে ‘ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড অথরিটি’ কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছে ব্রিটেনের একাধিক নামি অভিনেতা-অভিনেত্রী।

সিনেমা বা থিয়েটার জগতে হেনস্থার মত এ ধরনের অভিযোগ মোকাবেলায় এই আর্থিক সাহায্যের আবেদন করা হয়। তালিকায় রয়েছেন মিশন ইম্পসিবল সিরিজে ইলসা ফাউস্টের ভূমিকায় অভিনয় করা রেবেকা ফার্গুসন, কেইরা নাইটলি ও রুথ উইলসন।

এছাড়াও সুইসাইড স্কোয়াড খ্যাত কারা ডেলেভিংনে, ক্যারি মুলিগান, রেবেকা ফার্গুসিন, নাওমি হ্যারিস, এমেরাল্ড ফেনেল, সুজানা হোয়াইটের মত একাধিক তারকাও সেই আবেদনে সই করেছেন। বিবিসি, স্কাই, চ্যানেল ফোর এবং ভায়াকমের মত কিছু কিছু সম্প্রচারকারী সংস্থা ইতোমধ্যেই এর জন্য প্রাথমিক অর্থসাহায্য করেছে।

আবেদনে বলা হয়েছে, যৌন হেনস্থা বা অন্য নানা রকম ভাবে হেনস্থা বিনোদন জগতের একটা অঙ্গাঙ্গি অংশ হয়ে দাঁড়িয়েছে। এর মোকাবিলায় একটি বাইরের সংস্থাকে রাখা দরকার, যারা পরামর্শ দেবে, মধ্যস্থতা করবে এবং বাড়াবাড়ি কিছু হলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে পারবে। ফিল্মের সেট হোক বা মঞ্চ, যেখানে এরকম ঘটনা ঘটবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমনভাবে তাকে কাজ করতে হবে, যা সারা পৃথিবীতে একটা উদাহরণ তৈরি করতে পারে।

বিনোদন জগতে যৌন হেনস্থার ঘটনাকে আজ আর কেউ ‘অস্বাভাবিক’ বলে দেখেন না। এছাড়াও মিডিয়াতে এমন হেনস্থার ঘটনা ঘটিয়েও প্রভাবশালী অপরাধীরাও ছাড় পেয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আইনগত সমাধান পেতেও হিমশিম খেতে হয় ভুক্তভোগীদের। তাই বিষয়টি নিয়ে নতুন করে ভাবার দরকার রয়েছে। ব্রিটিশ অভিনেত্রীদের আবেদনে সেটাই আবার গুরুত্ব পেল।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ