সংকট নিরসনে প্রধানমন্ত্রীকে সংলাপ ডাকার আহ্বান জাপা এমপিদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ
নিউজ ডেস্ক
চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপ ডাকার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা বলেন, সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে দেশকে নিয়ে যাওয়ার সময় এখনই। না হলে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তবে এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।
বিরোধী দলের সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধুকন্যার সময় এখন একটি হাই টাইম ডায়ালগ ডাকার, শান্তি প্রতিষ্ঠা করার এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে দেশকে নিয়ে যাওয়ার।
তিনি বলেন, ভোট সামনে রেখে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সামনেও হবে। গার্মেন্টসে আন্দোলন হচ্ছে। বিএনপিও আন্দোলন করছে, সেখানেও মারামারি হচ্ছে। সংঘাত দৃশ্যমান হচ্ছে।
চিকিৎসা খাতের অনিয়ম নিয়ে সংসদে ক্ষোভ এতো বিল পাস করে হবে কি? কোথাও জবাবদিহীতা নাই : ফিরোজ রশীদ
জাপা এমপি বলেন, এ মুহূর্তে আজকে সংঘাত আছে, জনমনে আতঙ্ক আছে। যেহেতু ড্রাইভিং হুইলে আছে সরকার, যেহেতু সরকার ক্ষমতায় আছে আইন প্রণয়নের ক্ষমতা, সমাধানের ক্ষমতা সরকারের হাতে, সরকারের এ বিষয়ে ডায়ালগ যাকা উচিত। আলোচনা করা উচিত।
রিজার্ভ ৪৮ বিলিয়ন থেকে ২০ মিলিয়ন ডলারে নেমেছে উল্লেখ করে শামীম হায়দার বলেন, বহির্বিশ্বের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, এক তরফা ইলেকশন হলে অর্থনৈতিক সম্পর্ক খারাপ হলে আমাদের এলসি কম আসবে, এটা আরও কমবে, একটা সময়ে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী ২-৩ বছর পর।
তিনি বলেন, রাষ্ট্র ও সরকার তো এক দিনের জন্য না। একটা ভোটের জন্য না। দীর্ঘদিনের জন্য।
জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমদ বলেন, আজ গোটা দেশ অশান্ত। অবরোধে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগের যে পরিস্থিতি দেশ সেদিকে যাচ্ছে। এর সুষ্ঠু সমাধান জরুরি। গার্মেন্টস শ্রমিকেরা রাস্তায় নেমেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে যথাসময়ে নির্বাচন। কীভাবে হবে? ২০১৪ সালের মতো? এর কী জবাব?
তিনি আরও বলেন, শান্ত পরিবেশ ফিরিয়ে আনুন, নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনুন, শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিন।