সড়ক দুর্ঘটনায় আহত লেবার পার্টির চেয়ারম্যান ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ২১, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ২১, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) দুপুরে তিনি নিজ এলাকা বরিশালের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
দুর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারাত্মক আহত হয়েছেন। সেখানে স্থানীয়রা আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা প্রাইভেটকার যোগে ঢাকা আসার পথে বাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে তাদের সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটি মূল সড়ক থেকে রাস্তার নিচে ছিটকে পড়ে। এই দুর্ঘটনা ঘটে।
ঢাকায় এসে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে ইরান বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। দুর্ঘটনায় তার দুই হাত, বাম পা, মুখ মারাত্মকভাবে জখম হয়।