সবাই একসঙ্গে কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩০, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবাই একসঙ্গে কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রমজানের জন্য সবাই একসঙ্গে কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যার পাঁচ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

সোমবার (১৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে। তা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। এখন দামটা কেমন হবে, সেটি কথা হতে পরে। অনেকে পণ্য মজুদ করে রাখছে, যা বড় সমস্যা। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দেওয়ার জন্য প্রস্তুত।

টিপু মুনশী বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য। কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করবেই। বাইরের দেশের কোম্পানিগুলো রমজান বা ঈদে বিভিন্ন অফার দেয়, আমাদের দেশে সেটি নেই।

তেলের দাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কিনা ব্রাজিল বলতে পারবে।

এ সময় টিপু মুনশি বলেন, এবারের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য-‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যাতে সহজে অভিযোগ করতে পারে সেজন্য চালু করা হয়েছে ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন সার্ভিস, যার নাম্বার ১৬১২১। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভোক্তারাও অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ