সবার আগে জনগণের পাশে বিএনপি : এমপি শাম্মী আক্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বহুদলীয় গণতন্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল কর্তৃক চুনারুঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকুরিয়ায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরনের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাবেক এমপি শাম্মী আক্তার।

তিনি বলেন জনগণের আস্তা এবং ভালবাসা নিয়ে বিএনপি বারবারই রাষ্ট পরিচালনায় ক্ষমতায় এসেছে এবং জনগণের পাশে থেকেছে। সকল দুর্বিপাকে জনগণের পাশে দাড়িঁয়েছে সবার আগে বিএনপি। উপজেলা সেচ্ছা সেবক দলের সভাপতি এজাজ ঠাকুরেরসভাপতিত্বে এবং আজাদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি,যুবদল ছাত্রদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এমপি শাম্মী আক্তার উপস্থিত দু:স্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র করেন।
জনতার আওয়াজ/আ আ
