সরকারি পর্যায়ের দুর্নীতি এখন সকল সীমা অতিক্রম করেছে : দুদু – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি পর্যায়ের দুর্নীতি এখন সকল সীমা অতিক্রম করেছে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

 

দে‌শে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছাইছে। রাষ্ট্র এখন দূর্নীতি চূড়ান্ত পর্যায়ে আছে। প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিসহ সরকারি দলের দুর্নীতিমুক্ত নেতাকর্মী খুঁজে পাওয়া দুষ্কর ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৮ মার্চ) আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির আ‌য়ো‌জিত সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘সরকারি পর্যায়ের দুর্নীতি এখন সকল সীমা অতিক্রম করেছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দুর্নীতি করার কার‌ণে সকল ব্যাংক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সরকারি পর্যায়ের পেশাজীবীরা দুর্নীতিমুক্ত থাকতে পারছে না। দুর্নীতি রাষ্ট্রকে কুরে কুরে খাচ্ছে। দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে হ‌লে এই অবৈধ সরকার‌কে পতন কর‌তে হ‌বে। দে‌শে গণতন্ত্র প্রতিষ্ঠা কর‌তে হ‌বে।’

তি‌নি ব‌লেন, ‘রাষ্ট্র এখন কর্তৃতবাদী শাসকগোষ্ঠীর হ‌াতে। এখানে একটি গোষ্ঠী সবার উপরে লাঠি ঘুরাচ্ছে তা হচ্ছে সরকারি দল। এর বাইরে যেন আর কিছু থাকতে পারবে না কারোর কোনো অধিকার নাই। সব যেন জমিদারি পদ্ধতি তৈরি হয়েছে। ‌দে‌শে জনগ‌ণের কোনো অধিকার নাই।’

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, ‘দেশের সবচেয়ে গ্রহণযোগ্য সম্মানিত তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তি‌নি দে‌শে গণতন্ত্র প্রতিষ্ঠা ক‌রে‌ছি‌লেন। তা‌কে ব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে এই সরকার। বেগম জিয়াকে মুক্ত কর‌তে হ‌বে তাহ‌লে দে‌শে গণতন্ত্র ফি‌রে আস‌বে। ‌দেশ থে‌কে সকল দুর্নী‌তি দূর হ‌বে।’

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম বাড়ায়নি। তারা দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাই এই সরকার পতনের আন্দোলনে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে এ ছাড়া অন্য কোনো পথ নাই।’

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), বিএনপি জাতীয় নির্বাহী কমিটি অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com