সরকারের পতনের জন্য মহিলাদের রাজপথে সোচ্চার হতে হবে: সামিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর মহিলা দলের ৭ নং ওয়ার্ডের এক কর্মী সভা সোমবার বিকেলে নুরানি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
নিগার সুলতানা ডেইজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন মনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভানেত্রী ভিপি সামিয়া বেগম চৌধুরী।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা অধিদপ্তর গঠন করেছিলেন। নারী শিক্ষা প্রসারে উপবৃত্তি চালু করা হয়েছিল। বিএনপি নারীদের অগ্রগতিতে আপোষহীন। বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেই নেত্রী আজ হাসপাতালে চিকিৎসাধীন, বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সুচিকিৎসা বাধাগ্রস্ত করছে। তারেক রহমান সরকারের ষড়যন্ত্রের কারনে দেশে ফিরতে পারছেন না। সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার সহ আমাদের ছয় শতাধিক নেতাকে গুম করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজ দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা নেই। অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের মতো মহিলা দলের নেতাকর্মীরাও ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য রাজপথে সক্রিয় রয়েছেন। অচিরেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন- মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী আসমা আলম, যুগ্ম সম্পাদক রাহিলা জেরিন কানন, জেসমিন আক্তার, রানী বেগম প্রমুখ।সভা শেষে জেসমিন আক্তারকে আহ্বায়ক করে সর্বসম্মতিক্রমে ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জনতার আওয়াজ/আ আ
