সরকার গণতন্ত্র ধ্বংসের রেখাচিত্র অঙ্কন করেছে : ড. ফরহাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। সোমবার (২০ নভেম্বর) পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
সমাবেশে সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আগামী বুধ এবং বৃহস্পতিবার সারা দেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে বলেন, এ সরকার গণতন্ত্র ধ্বংসের এক রেখাচিত্র অঙ্কন করেছে। সরকার চায় জনগণের মৌলিক ও ভোটাধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করতে। দেশের এই আন্দোলন সংগ্রামে দেশবাসী এক হয়ে রাজপথে থাকলে বিজয় জনগণের সুনিশ্চিত।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী।
এ ছাড়াও উপস্থিতি ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগরীর শীর্ষ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।
জনতার আওয়াজ/আ আ
