সরকার দেশকে সংঘাতের দিকে নিচ্ছে : ইসলামী আন্দোলন – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার দেশকে সংঘাতের দিকে নিচ্ছে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের একগুঁয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান সংকট নিরসনে ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর যে শান্তিপূর্ণ ও যৌক্তিক প্রস্তাব দিয়েছেন তা বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক ও ফলপ্রসূ সমাধান। নির্বাচনের পূর্বেই সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া এবং পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন প্রবর্তন হলে রক্তপাত, মারামারি, হানানহানি ও সংঘাতমুক্ত পরিবেশে কালোটাকা ও পেশীশক্তি প্রদর্শন ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার ২০১৪ ও ২০১৮ সালের পথেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপকৌশল বেছে নিয়েছে। নাম ও সাইনবোর্ড সর্বস্ব অখ্যাত কিছু ভুঁইফোড় ও সংগঠনকে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে অংশগ্রহণমূলক নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে উঠেপড়ে লেগেছে। যা দেশের জন্য একটি অশনিসংকেত। এটা হবে আত্মঘাতি ও তৃতীয় শক্তির উত্থানের পথ সুগম করবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার উদ্ধারের আন্দোলনরত বিরোধী দলসমূহের কর্মসূচির মধ্যে পুনরায় সরকারি দল কাউন্টার কর্মসূচি দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে। তিনি সরকারকে ক্ষমতার মোহে অন্ধ না হয়ে গণদাবী মেনে নেওয়ার আহ্বান জানান।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে টিকে থাকতে এবং পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। জনগণ আর এক মুহূর্তও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী ও অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, আব্দুল আঊয়াল মজুমদার প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ