সর্বজনীন ফিলিস্তিন : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৩, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সর্বজনীন ফিলিস্তিন : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

 

এখনো শত শত ক্ষত- রক্ত ঝরছে অবিরত
সাম্রাজ্যবাদের কূটচাল- তবু হচ্ছেনা বিরত।
ফিলিস্তিনি হৃদপিন্ডে- মুহুর্মুহু হচ্ছে অগ্নিবাণ
গায়ে জ্বলন্ত ফসফরাস- দগ্ধ হচ্ছে অনির্বাণ।

হায় মধ্যপ্রাচ্য !

কিছু শেরেক-কিছু মুনাফেক-ক্ষমতান্ধ বিবেক
পৌণঃপুনিক দালালীকে ধরে ধাতস্থ অতিরেক।
নব নব রক্ত নহর- গাজার ঐ মৃত্তিকা ফুঁড়ে
এথা-ওথা শত সহস্ত্র গণকবর- আরব জুড়ে।

হায় ফিলিস্তিন !

কেন তুমি লুণ্ঠিত- কুণ্ঠিত অবারিত অবিনীত
তপ্ত মরু বুকে- তপ্ত রক্ত- হর্ষিত- দুর্বিনীত।
গগনের বারি নয়- ফিলিস্তিনি অশ্রুর প্রপাত
হাহাকারের দীর্ঘ নিঃশ্বাস-আনছে বয়ে প্রভাত।

জাগো মুসলিম –

ওরা মোহান্ধ দালাল, মুসলিম নামীয় শ্বাপদ
ওরাই মুসলিম জুব্বাধারী- মুনাফিকী আপদ।
ছাড়ো ওদের, ওরা যে ধারক বাহক শয়তান
দাঁড়াও রুখে, জয়ী হবেই প্রকৃত মুসলমান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ