সাংবাদিক পুত্র রাসেল নিখোঁজ,উদ্বিগ্ন স্বজনরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, স্থানীয় সাপ্তাহিক সপ্তপল্লী সমাচারের সম্পাদক ও প্রকাশক ,জনতার আওয়াজ ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট বিশিষ্ট সাংবাদিক আবুল হোসেন সরদারের ছোট ছেলে ঢাকা কলেজ শাখা ছাত্রদল এর সহ-সভাপতি আতিকুর রহমান রাসেল গত ১ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ১ জুলাই সন্ধ্যায় ঢাকার আজিমপুর এলাকা থেকে আতিকুর রহমান রাসেল নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের পিতা সাংবাদিক আবুল হোসেন সরদার জানান, গত ৪ দিন ধরে তার ছেলে আতিকুর রহমান রাসেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ২ জুলাই ঢাকা লালবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজার পরও আতিকুর রহমান রাসেলের কোন খোঁজ না পেয়ে তার পিতা শরীয়তপুরের সিনিয়র সাংবাদিক আবুল হোসেন সরদার অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি ঢাকার বিভিন্ন থানা ও ডিবি অফিসে খোঁজ নিচ্ছেন কিন্তু কোথাও তার ছেলের সন্ধান পাচ্ছেন না জানিয়েছেন। এদিকে আতিকুর রহমান রাসেলের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং আতিকুর রহমান রাসেলের সন্ধান ও মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পৃথকভাবে লিখিত বিবৃতি দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন কর্তৃক স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরাত দিয়ে জানানো হয়, ১ লা জুলাই, ২০২৪ সন্ধ্যায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলকে আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখন পযর্ন্ত তার কোন হদিস দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এতে তিনি গভী উদ্বেগ প্রকাশ করছেন এবং আতিকুর রহমান রাসেলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহŸান জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ
