সাঈদীর মৃত্যু ও বিচিত্রার প্রতিবেদন নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার (১৪ আগস্ট) দুপুর পৌঁনে ৩টার দিকে ওই পোস্ট দেন তিনি। এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএসইউ) হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় দেলাওয়ার হোসাইন সাঈদীর।
তার মৃত্যুর পর ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম, এ নিয়ে প্রথম আলো’তে অনেক লিখেছি তখন। তবে আমি মনে করতাম (এখনও করি), ফাঁসিই দিতে হবে শাহবাগের এই চাপ ছিল ন্যায়বিচারের পরিপন্থি। তা ছাড়া, বিচার চলাকালে সংবিধান ও আইন সংশোধন করা, অভিযুক্তের পক্ষের সাক্ষীকে গুম করা এবং বিচারের প্রক্রিয়া নিয়ে স্কাই-পি কেলেঙ্কারিতে তথ্য ফাঁস হওয়া ইত্যাদি বিষয়ের কারণে বিচার নিয়ে অনেক বিতর্ক ছিল।’
‘এসব বিষয়ে কথা বলার জন্য বহু মিথ্যাচার আর ভোগান্তির শিকার হতে হয়েছিল আমাকে। জীবনে অনেক উপকার করেছি এমন কেউ কেউও এই মিথ্যেচারে অংশ নিয়েছিল। শেষে বুঝেছি যুক্তি, তথ্য ও সৎ সাহস নিয়ে মানবতাবিরোধী অপরাধ বিষয়ে কথা বলা বা শোনার মতো মানসিকতা এ দেশের অধিকাংশ মানুষের নেই।

মওলানা দেলোয়ার হোসেন সাঈদী মানুষের বিচারের ঊর্ধ্বে এখন। আল্লাহর কাছে তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। দোষী হলে শাস্তি, না হলে ভালো প্রতিদান পাবেন। এ নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার কিছু নেই।’
তিনি আরও লিখেছেন, ‘বিচিত্রায় ১৯৮৯ সালে মওলানা সাঈদীকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লেখার অ্যাসাইমেন্ট আমাকে দেওয়া হয়েছিল (অনেকে তা এখন শেয়ার করছেন)। সেটা ছিল প্রতিবেদন, কোনো মতামত নয়। মতামত দেওয়ার মতো পড়াশোনা বা ম্যাচিউরিটি আমার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে সম্ভবত। শোনার মতো ম্যাচিউরিটি ও মানসিকতা মানুষের হলে বা দেশে বাক-স্বাধীনতা ফিরে এলে, সেটা অবশ্যই বলব কখনো।’
‘আমার কাছে এখন বেশি জরুরি হচ্ছে এখনকার মানবতাবিরোধী অপরাধ (সিস্টেমেটিক গুম), দেশ লুট আর ভোটচোরদের নিয়ে কথা বলা। কারণ এগুলোও মুক্তিযুদ্ধের চেতনার চরম লংঘন এবং এটা অনেকে বলছে না।’
(আমার এই পোস্টে যদি কেউ মন্তব্য করেন, তাহলে মিথ্যে বা বিকৃত কিছু বা না জেনে লিখবেন না প্লিজ। কারণ, কমেন্টের উত্তর দেওয়ার সময় বা ধৈর্য আমার খুব কম) যোগ করেন ড. আসিফ নজরুল।
জনতার আওয়াজ/আ আ
