সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ভারতের জামশেদপুরে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচে নেপালের মেয়েদের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা।

এ ম্যাচটিতে নেপালকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। হিমালয়ের কন্যাদের বাংলার মেয়েরা হারিয়েছে ৪-২ গোলের বড় ব্যবধানে।

বাংলাদেশের হয়ে ম্যাচটিতে প্রথমটি গোলটি করেছেন আফ্রিদা। ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪৬ সেকেন্ডের মাথায় বল জালে জড়াতে সমর্থ হন। বলা যায় নেপালের খেলোয়াড়রা ঠিকমতো প্রস্তুত হওয়ার আগেই লাল-সবুজের প্রতিনিদিদের এগিয়ে নেন আফ্রিকা।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন আকলিমা খাতুন। তিনি ৩৩ মিনিটের সময় বল জালে জড়ান। অবশ্য দ্বিতীয় গোলটি করার আগে বাংরাদেশ একটি গোল হজম করে বসেছিল।

এরপর ৩৫ মিনিটের সময় ইতি খাতুন দলের তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধের শেষ মূহুর্তে দলের চতুর্থ গোলটি করেন শাহেদা আক্তার রিপা।

বাংলাদেশ তাদের চারটি গোলের সবগুলোই পায় ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে নেপালীদের জাল ভেদ করতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। নেপাল শেষ দিকে আরেকটি গোল করে ব্যবধান কমায়।

এদিকে বাংলাদেশ তাদের পরের ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। স্বাগতিক ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলের ব্যবধানে হারায়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ