সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৮, বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মালদ্বীপের কাছে হারলে বিদায় প্রায় নিশ্চিত ছিল। ড্র করলে থাকতে হতো নানা হিসাব-নিকাশের অপেক্ষায়। ভালোভাবে টিকে থাকার জন্য আসলে জিততে হতো বাংলাদেশকে। এমন সমীকরণ সামনে নিয়ে আজ মালদ্বীপের বিপক্ষে খেলতে নেমেছিল হাভিয়ের কাবরেরার দল। সন্দেহ নেই তীব্র চাপের ম্যাচ। আর এমন দিনেই জ্বলে উঠেছে বাংলাদেশ। পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের দৌঁড়ে ভালোভাবেই টিকে থাকলেন জামাল ভূঁইয়ারা।

২০ বছর পর মালদ্বীপের বিরুদ্ধে এই জয়টি পেলো কাবরেরার শিষ্যরা। এদিন বাঁচা-মরার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও রাকিব, তারিক ও মুরসালিনের দুর্দান্ত গোলে জয় পেয়েছে বাংলাদেশ। এদিন বেঙ্গালুরুতে মাঠে নেমে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে জামাল ভূঁইয়ার দল। প্রথমার্ধে ৫৬ ভাগ বল দখলে রেখে ১৩টি শট নেয় বাংলাদেশ, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩ শটের একটিতে গোল পেয়ে যায় মালদ্বীপ।

ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ৩টি কর্নার তৈরি করে বাংলাদেশ। প্রথমার্ধে তারা মোট কর্নার নিয়েছে ৮টি, বিপরীতে মালদ্বীপ পায় মাত্র একটি কর্নার। স্রোতের বিপরীতে খেলে ১৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। ডানদিক থেকে ফাসিরের পাস থেকে বক্সের বেশ বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন হামজা মোহাম্মদ (১-০)।

এর কিছুক্ষণ পর বড় একটা ভুল করে বসেছিলেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বক্সের অনেকটা বাইরে বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে চেয়েছিলেন তিনি, কিন্তু হেডে বল লাগাতে পারেননি ভালোভাবে। কপাল ভালো, বলটা মালদ্বীপের কারও কাছে গিয়ে পড়েনি।

৩২ মিনিটে বাংলাদেশের তপু বর্মন বক্সের মধ্যে হেডে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন। দুই মিনিট পর ফয়সাল আহমেদ ফাহিম খালি জায়গা পেয়ে দুর্বল শটে সুযোগ নষ্ট করেন।

তবে বিরতির ঠিক আগে ভাগ্য ফেরে বাংলাদেশের। ৪২ মিনিটে সোহেল রানার বাড়ানো বল থেকে দারুণ হেড দিয়ে বল জালে পাঠায় রাকিব। এতে সমতায় ফিরে বাংলাদেশ। ১-১ গোলে সমতায় রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোল করতে মরিয়া হয়ে উঠে রাকিবরা। একের পর এক আক্রমণ করে বিপাকে ফেলে মালদ্বীপকে। ছন্দ ধরে রাখাই ৬৭ মিনিটে গোলে করে দলকে জয়ের বন্দরে এগিয়ে নিয়ে যান তারিক গাজী। এরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে মালদ্বীপ। বিপরীতে ৯০তম মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে অসাধারণ শটে গোলের দেখা পান তরুণ ফুটবলার মুরসালিন। এতে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সম্পাদনা: এল আর বাদল

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ