সাভারে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত- ১০ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাভারে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত- ১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সাভারে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঘটনার পরপরই দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও খালেদা জিয়ার মুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক যায়। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরে যেতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷ পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুজনকে আটক করে।

পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এসআই কামরুজ্জামান ও কনস্টেবল খালেদ নামে তাদের দুই সদস্য আহত হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের দুইজন আহত আছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com