সারাদেশে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে নয়পাল্টনে মহানগর দক্ষিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা লিফলেট বিতরণ করেন। এ সময় দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন। আজ সকালে বেইলি রোডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মো. রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুসহ নেতাকর্মীরা।
যশোর:বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার যশোর জেলা বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ।বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব এ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশগ্রহন করেন।
চট্রগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ন আহবায়ক সাইফুল আলম, যুগ্ন আহবায়ক শাহ আলম,সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়াসহ নেতাকর্মীরা্।
গাজীপুর জেলা বিএনপি: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার, গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি: শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতারুল আলম মাস্টারের নেতৃত্বে নয়নপুর বাজারে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল বেপারী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবিরের নেতৃত্বেমাওনায় লিফলেট বিতরণ করা হয়।
গাজীপুর মহানগর যুবদল: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার, মার্চ ৯, ২০২৪, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ।
মানিকগঞ্জ জেলা বিএনপি:বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার মানিকগঞ্জ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ।
সিলেট জেলা বিএনপি :শনিবার, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা বিএনপি: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার, মার্চ ৯, ২০২৪, জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে জয়পুরহাট শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট শহর বিএনপি’র আহ্বায়ক মতিয়র রহমান সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাঁতীদল, এর নেতাকর্মী।
নেত্রকোনা জেলা বিএনপি: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার, মার্চ ৯, ২০২৪, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা: আনোয়ারুল হক এর নেতৃত্বে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগ।