সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই : আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৯, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

 

মানিকগঞ্জ করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। সার্চ কমিটি চোরদের সহযোগী। এ দেশে কেয়ারটেকার সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে নচেৎ জনগণ একনায়কতন্ত্র রুখে দেবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমির খসরু মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে আজ শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধতা নেই বলেই বর্তমান সরকার দফায় দফায় পানি, তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনে এক দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। নিত্যপণ্যের বাজার সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্ব কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, কৃষক দলের সহ-সভাপতি মামুনুর রশিদ খান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নুরতাজুল আলম বাহার, রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা যুবদলের আহবায়ক কাজী দিপু, সদস্য-সচিব তুহিনুর রহমান তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এই দখলবাজ সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। জনগণের ভোটের হারানো অধিকার ফিরিয়ে আনতে হলে দরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই ফ্যাসিস্ট সরকার হঠাতে সকলকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ