সিদ্ধিরগঞ্জে মসজিদে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৫, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৫, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লীরা। এসময় বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ-মিছিল করে মুসল্লীরা।এসময় মুসুল্লীদের সঙ্গে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হোসেন, জাফর ইকবাল বকুল, আব্দুল রহিম সাজু, মোরশেদ আলম, জয়নাল আবেদীন জুয়েলসহ আরো অনেকে।
বিক্ষোভকারীরা বলেন, আল্লাহর ঘর মসজিদে হামলা-ভাঙচুরের মত নিকৃষ্ট ও ঘৃণিত কাজ আমরা কখনোই মেনে নিতে পারি না। নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, হামলাকারীদের যতক্ষন পর্যন্ত প্রশাসন গ্রেফতার না করবে, আমরা রাস্তা ছড়বো না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মুসুল্লীরা অবরোধ তুলে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, মসজিদে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থানীয়রা অবরোধ করে। ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।
জনতার আওয়াজ/আ আ
