সিন্ডিকেটের যোগসাজশে বেড়েছে নিত্যপণ্যের দাম: বিপিপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১১, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিন্ডিকেটের যোগসাজশে বেড়েছে নিত্যপণ্যের দাম: বিপিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
ক্ষমতাসীন দলের কিছু সংখ্যক নেতা আর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী।

শনিবার (১২ মার্চ) দুপুরে পুরান পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

এর আগে মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, এনপিপির প্রয়াত চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর স্ত্রী তাসলিমা নাজনীন, আবুল হাসান মনোয়ারসহ ২৫/৩০ জন নেতাকর্মী চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিপিপিতে যোগ দেন।

বিপিপির চেয়ারম্যান চাখারী বলেন, নিরপেক্ষ নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সুশাসনের পাশাপাশি নিত্যপণ্যের দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।

এসময় তিনি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া ও মজুতদার-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।

বিপিপির মহাসচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পারভীন নাসের খান ভাসানী, তাসলিমা নাজনীন, বিপিপির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, ফিরোজ মাহমুদ মঙ্গল, নাজমা আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ