সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। সিনিয়র সহ সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন। আর সাধারণ সম্পাদক পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তছলিম আহমদ নেহার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমরান উদ্দিন। কাউন্সিল শেষে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার ফলাফল ঘোষণা করেন।