সিলেটের মেয়র আরিফ অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায় – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০২, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটের মেয়র আরিফ অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ

 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত ১২ মার্চ রাত থেকে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তাকে ঢাকায় আনা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। সেসব পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। মূলত তার হৃদরোগের সমস্যা বেড়েছে। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আরও কিছু সমস্যা ধরা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার তার এনজিওগ্রাম করানো হবে। জাহিদুল ইসলাম আরও বলেন, সিলেটের বেসরকারি হাসপাতালে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছিল। এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com