সিলেটে অবরোধ চলাকালীন সংঘর্ষ, আটক ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে অবরোধ চলাকালীন সংঘর্ষ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অবরোধের দ্বিতীয় দিনে সিলেটের বন্দরবাজারে যুবদল-ছাত্রশিবির ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। এ ছাড়া এই ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার নগরীর জেল রোড এলাকা থেকে ১৫ থেকে ২০ জন যুবদল নেতাকর্মী অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাজনপট্টি পয়েন্টে আসলে সেখানে জামায়াত-শিবিরেরও একটি মিছিলে এসে জড়ো হয়। এ সময় কোর্ট পয়েন্টের দিক থেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এসে যুবদল-শিবিরকে ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারা আরও জানায়, যুবদল-শিবির পালিয়ে গেলে সেখানে হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ সাদেক কাউছার দস্তগীরের নেতৃত্বে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ বলেন, বেলা সাড়ে ১১ টার সময় নগরের বন্দরবাজারের করিম উল্লার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ