সিলেটে আতিকের ‘কাঠগড়ায়’ তাজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৮, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে আতিকের ‘কাঠগড়ায়’ তাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

দু’জনই জাতীয় পার্টির শীর্ষ নেতা। প্রেসিডিয়াম সদস্য। এক সময় ভালো সম্পর্ক ছিল দু’জনের। যৌথ ব্যবসাও করেছেন। এরই মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব বাঁধে। এখন একজন আরেকজনের প্রতিপক্ষ। ঘোর বিরোধী। টাকা লেনদেন নিয়ে দূরত্ব।

বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এই দু’জন হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আতিকুর রহমান আতিক ও এটিইউ তাজ রহমান। তাজ রহমান অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এর দায়িত্বেও রয়েছেন। আতিকের কোম্পানি রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে আদালতে তাজ রহমানের বিরুদ্ধে ৩০ লাখ টাকার প্রতারণা ও চেক ডিজঅনার মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর নতুন করে দ্বন্দ্ব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। আতিক জানিয়েছেন, তাজ রহমান আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন। ফেরত না দিয়ে প্রতারণা করেছেন। আর তাজ রহমানের দাবি হচ্ছে- যৌথ ব্যবসা ছিল। এ জন্য চেক ডিজঅনার কিংবা প্রতারণা মামলা করা উচিত হয়নি। রাজনৈতিক কারণে ফায়দা লুটতে এ মামলা করা হয়েছে দাবি করেন তিনি। গত ২০শে ফেব্রুয়ারি আতিকুর রহমান আতিকের পক্ষে তার কোম্পানির কর্মকর্তা আবুল খায়ের ঢাকার সিএমএম আদালতে তাজ রহমানের বিরুদ্ধে দু’টি মামলা করেন। মামলায় বলা হয়; বাংলাদেশ ফরম ৮৭০ হাইকোর্ট ফরম নং (এম) ৫৫ তথ্য মোতাবেক আসামি তাজ রহমান প্রিন্স রিয়েল এস্টেট লিমিটেড থেকে ৩০ লাখ টাকা চুক্তিপত্র দিয়ে গ্রহণ করেন। পরবর্তী কালে বাদীর অর্থ ফেরত না দেয়ার কারণে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করেছেন। এমনিক আসামি তাজ রহমান প্রিন্স কোম্পানি কর্তৃপক্ষকে যে চেক দিয়েছেন সেটি ব্যাংক থেকে ডিজঅনার হয়েছে। প্রথমে প্রিন্স কোম্পানির পক্ষে কর্মকর্তা আবুল খায়ের লিগ্যাল নোটিশ দেন। এরপরও তাজ রহমান নানাভাবে বাদীপক্ষকে টাকা না দিয়ে হয়রানি করতে থাকে। এ কারণে তাজ রহমানের বিরুদ্ধে মামলা আমলে নেয়ার আরজি করা হয়। আদালত দু’টি মামলা আমলে নিয়ে তাজ রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে গত বছরের ২৩শে ফেব্রুয়ারি সম্পাদন করা চুক্তিতে দেখা যায়- এক্সিস করপোরেশনের পক্ষে সিইও তাজ রহমান ও প্রিন্স রিয়েল এস্টেটের পক্ষে এমডি আতিকুর রহমানের মধ্যে চুক্তি হয়। ওই চুক্তিতে দু’জনে দুই পক্ষ হিসেবে স্বাক্ষর করেছেন। চুক্তিতে বলা হয়- ব্যবসার প্রয়োজনে ৩০ লাখ টাকা লভ্যাংশ প্রদানের শর্তে আতিকের কাছ থেকে ওই টাকা ধার নেন তাজ রহমান। ব্যবসার মুনাফা হিসেবে প্রতি মাসে ৯০ হাজার টাকা প্রদান করা হবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়। এদিকে- ঢাকার আদালতে মামলা হলেও দু’জনের বাড়ি সিলেটে হওয়ার কারণে মামলা নিয়ে তোলপাড় চলছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে জল্পনার অন্ত নেই। আজ সিলেটে আসছেন জাতীয় পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। সিলেটের আগ্রা সেন্টারে দলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ক’দিন ধরে সিলেট জাতীয় পার্টিতে এ নিয়ে চলছে প্রস্তুতি। কিন্তু এই অনুষ্ঠানকে ছাপিয়ে দলের ভেতরে এই দু’নেতাকে নিয়ে বেশি আলোচনা চলছে। দলের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জাতীয় পার্টির শীর্ষ নেতা আলহাজ আতিকুর রহমান আতিক  জানিয়েছেন, ‘এই টাকা লেনদেনে কোনো রাজনীতি নেই। আছে ব্যবসা। তাজ রহমান এই টাকা ঋণ নিয়েছেন। বলেছিল বিল পেয়ে টাকা দিয়ে দেবে। কিন্তু একাধিকবার যোগাযোগ করা হলেও টাকা দেয়নি। এ নিয়ে আমি দলীয় ফোরামে বিচার দিয়েছি। সেখানেও ঘটনার ইতি ঘটেনি। পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘এটাকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। সব প্রমাণ রয়েছে। প্রমাণ নিয়েই মামলা করা হয়েছে। চুক্তিপত্রও রয়েছে।’ জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগরের কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে সিলেটে অবস্থান করছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব তাজ রহমান। তিনি গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, ‘আতিকুর রহমানের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। একসঙ্গে ব্যবসা করতাম। তিনি টাকা পাবেন। কিন্তু দু’টি মামলা করা বেআইনি। প্রতারণার বিষয়টি ঠিক নয়। এ ব্যাপারে তিনিও আইনি উদ্যোগ নিচ্ছেন বলে জানান।’ তবে তাজ রহমানের মতে; ‘পুরো ঘটনাটি রাজনৈতিক। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা তার বিরোধী অংশের নেতারা এই মামলা করিয়েছে। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করতে এই মামলা দায়ের করা হয়েছে। পলিটিক্যাল রিজন থাকার কারণেই তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। তিনি আইনিভাবে বিষয়টির মোকাবিলা করবেন বলে জানান।’
সূত্রঃ মানবজমিন

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ