সিলেটে জনসাধারণকে আ ত ঙ্কি ত না হওয়ার আহ্বান, সর্বত্র বিজিবি-পুলিশের টহল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০২, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে জনসাধারণকে আ ত ঙ্কি ত না হওয়ার আহ্বান, সর্বত্র বিজিবি-পুলিশের টহল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত-বিএনপি। সোমবার দিবাগত ১২টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অবরোধকারী।
তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুরে গিয়ে দেখা যায়- সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এসময় সেখানে থাকা দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন- আমরা মানুষের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছি। সব অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত পুলিশ। কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সিলেট-ঢাকা মহাসড়কে বিজিবিকে টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর। তিনি সিলেটভিউ-কে বলেন- কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এসময় জনসাধারণকে উদ্বীগ্ন না হয়ে স্বভাবিকভাবে চলাফেরা করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৭টায় মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টাসহ বিভিন্ন স্থান ঘুরে সাংবাদিকরা জানান- গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। তবে তখন পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। এছাড়া সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। সিলেট-ঢাকা মহাসড়কেও চলাচল করছে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ