সিলেট জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল ২১ মার্চ অনুষ্ঠিত হবে। কাউন্সিলে সভাপতি প্রার্থী হয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।
বৃহস্পতিবার নমিনেশন জমা দেয়ার শেষ দিনে সম্মেলনের নির্বাচন কমিটির চেয়ারম্যান এড. আব্দুল গাফফার ও সদস্য এড. এটিএম ফয়েজের নিকট নমিনেশন ফরম জমা দেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
মনোনয়ন পত্রে প্রস্তাবকারী ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ও সমর্থনকারী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন আত্তর আলী, বখতিয়ার আহমেদ ইমরান, মনিরুল ইসলাম তুরন,ময়নুল ইসলাম মঞ্জু, মাহবুব আলম, পাবেল রহমান, আব্দুল মজিদ, আলী আব্বাস, রুমেল আহমেদ, জয়নাল আবদিন, জুয়েল আহমেদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ
