সিলেট জেলা বিএনপি, স্ত্রী-সন্তানসহ নতুন কমিটিতে নিখোঁজ ইলিয়াস আলী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা বিএনপি, স্ত্রী-সন্তানসহ নতুন কমিটিতে নিখোঁজ ইলিয়াস আলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

 

সম্মেলনের একবছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট জেলা বিএনপি। গত রোববার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির বাইরে উপদেষ্টা হিসেবে আছেন আরও ৮৯ জন। কমিটিতে রাখা হয়েছে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকেও। তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং ছেলে আবরার ইলিয়াসও আছেন কমিটিতে।

গত বছরের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন আব্দুল কাইয়ুম চৌধুরী। এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক ও মো. শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আশিক উদ্দিন আসুক, প্রথম যুগ্ম সম্পাদক হয়েছেন ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কোষাধক্ষ শাহ আলম স্বপন ও দপ্তর সম্পাদক পদ পেয়েছেন সাঈদ আহমদ।

সদ্যঘোষিত কমিটিতে ১ নম্বর (প্রথম) সদস্য হিসেবে রাখা হয়েছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। সেদিন মধ্যরাতে ঢাকার বনানীতে তার গাড়ি পাওয়া গেলেও তাকে আর পাওয়া যায়নি। তার সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ রয়েছেন।

এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি ইলিয়াস আলী জীবিত। সরকার তাকে গুম করে রেখেছে। তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা। সবদিক বিবেচনায় তাকে কমিটিতে রাখা হয়েছে।’

এদিকে ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে কমিটিতে দ্বিতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস কমিটিতে ১১ নম্বর সদস্য হিসেবে আছেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com