সিলেট শহরে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট শহরে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে সিলেট শহরে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এই মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

সরকারের পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম দফায় রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো।

মশাল মিছিলটি সিলেট নগরীর কেন্দ্রবিন্দু রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টায় এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা চৌহাট্টা পয়েন্টে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করে চলে যায়। পরবর্তীতে পুলিশ এসে রাস্তার আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই সরকার যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে ততক্ষণ বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে এবং আমরা রাজপথ থেকেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে তবেই ঘরে ফিরব। তিনি রোববার থেকে ১ দফা সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসী ও উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ