সিলেট শিল্পকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০২, সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট শিল্পকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ^ দরবারে সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে আজ (৭ই মার্চ) বিকাল ৫টায় একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় দিবসভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি দল, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ললিত-মঞ্জরী সিলেট, শামীমা চৌধুরী, গৌতম চক্রবর্ত্তী, প্রতীক এন্দ ও অর্পিতা রাণী তালুকদার। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিকাল ৪:৩০টায় একাডেমির চিত্রশালায় জেলা শিল্পকলা একাডেমি সিলেট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ