সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ

 

সুইজারল্যান্ডে একটি জঙ্গল থেকে পর্যটক বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়। শনিবার(২০ মে) এই দুর্ঘটনা হয় বলে দেশটির পুলিশ জানায়। খবর ডেইলি সান।

আঞ্চলিক পুলিশ জানিয়েছে, সকাল ১০টা ২০ মিনিটে নিউচেটেলের সুইস ক্যান্টনের পন্টস-ডি-মার্টেলের কাছে একটি বনভূমিতে ছোট পর্যটন বিমানটি বিধ্বস্ত হয়।

নিউচেটেল পুলিশ একটি বিবৃতিতে জানায়,’পাইলট এবং দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।’ তবে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে বিশদ বিবরণ দেয় নি।
বিমানটি সুইজারল্যান্ডে নিবন্ধিত ছিল এবং একটি দর্শনীয় ফ্লাইটের জন্য কাছাকাছি চক্স-ডি-ফন্ডস বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

ইতিমধ্যেই পুনরুদ্ধার অভিযান শুরু করেছে। 

দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ পরিস্থিতি নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com