সুইডেন বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

সুইডেন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি আবুল হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শিশির কে এক যৌথ বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
এখন বার্তায় নেতৃবৃন্দ বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে তোলার জন্য গণতান্ত্রিকভাবে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হল তাহা আগামী দিনে ধারাবাহিক ভাবে পরিচালিত হবে। আর এর মাধ্যমে জাতীয়তাবাদী দল যে একটি গণতান্ত্রিক অধিকার হিসাবে মানুষের কাছে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দিনে দিনে তা আরো বৃদ্ধি পাবে। আগামী দিনে স্বৈর শাসনের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে এই সকল সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করবেন বলে আমরা আশা করি। দল কে আরও শক্তিশালী করে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন।
জনতার আওয়াজ/আ আ
