সুনামগঞ্জের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৪, শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ

 

একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজএর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ সাজিনুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক ফজলুল হক দোলন ও শরীরচর্চা শিক্ষক দিলীপ কুমার দাসের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের গল্প শুনান অক্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট লেখক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ফজলুল করিম সাঈদ, শিক্ষার্থী লায়লা আক্তার লিপি।

উপস্থিত ছিলেন প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো.সুহেল মিয়া, প্রভাষক সুহেনা আক্তার, লাইব্রেরি শিক্ষক শংকর কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র হাসনাইন আহমদ, গীতা পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী শ্রাবণী পাল তমা। অনুষ্ঠানের শেষ মুহূর্তে কেক কাটা হয় এবং প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ