সুপ্রিম কোর্ট বারের সভাপতি কে জানতে চান জ্যেষ্ঠ চার আইনজীবী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কে- এই প্রশ্ন জানতে চান সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও মইনুল হোসেন। গত ২৮শে ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী কমিটি বরাবর চার আইনজীবীর সই করা একটি চিঠি পাঠানো হয়। একই সঙ্গে কার্যনির্বাহী কমিটিকে দ্রুত এর জবাব দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, সমিতির সভাপতি (২০২১-২২ মেয়াদে নির্বাচিত) জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু গত বছরের ১৪ই এপ্রিল মারা যান। সভাপতি হিসেবে তার মেয়াদ ছিল গত বছরের ১লা এপ্রিল থেকে চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত। এ অবস্থায় সমিতির সভাপতি কে?
অপর দুটি প্রশ্ন হচ্ছে, অযোগ্যদের নাম কেন ২০২২-২৩ নির্বাচনে ভোটার তালিকায় এসেছে। আসছে নির্বাচনে সদস্যদের ভোট ইলেকট্রনিক্যালি গণনার ম্যানডেট (ক্ষমতা) কিভাবে এল। চিঠিতে উল্লেখ করা হয়, কার্যনির্বাহী কমিটির কোনো সভা ছাড়া ইভিএম বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ইলেকট্রনিক্যালি ভোট গণনা দৃশ্যত সমিতির গঠনতন্ত্রের ১৫(৬) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আরও বলা হয়, গঠনতন্ত্র ও সদস্য বিধিমালা একসঙ্গে পড়লে দেখা যায়, সমিতির সদস্যরা সাধারণত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে (অধস্তন আদালতে পেশা পরিচালনাকারী নয়) পেশা পরিচালনা করবেন এবং ঢাকা মহানগর এলাকায় তাদের শুধু একটি কার্যালয় থাকবে।
তবে বর্তমান ‘ভোটার তালিকায়’ এমন আইনজীবীদের নাম আছে, যারা সাধারণত অধস্তন আদালতে পেশা পরিচালনা করেন, ঢাকা মহানগর এলাকার বাইরে। এর মাধ্যমে তারা নিজেরাই সদস্য হওয়ার অযোগ্য, যে কারণে তারা সমিতির ২০২২-২৩ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি বিশেষ সাধারণ সভা আহ্বানের মাধ্যমে অ্যাডহক কমিটি গঠনের কথাও বলা হয়েছে চিঠিতে।