সুমহান মাস : জাফর পাঠান – জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৯, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুমহান মাস : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

 

সুমহান- পবিত্র- এক মহিরুহ মাস
করে ছায়া বিস্তার- এই ধরিত্রীর বুকে,
পূর্বাভাস মহান আল্লাহ দিয়েছিলেন
আদম(আ) এর ভেতর রূহ-নূর ফুঁকে।

হুজুরী দিলে পালিত- নফল এবাদত
অন্নান্য মাসের হয়- ফরজের সমান,
ধৈর্য সাধন গুণাগুনে আর ঐশী দানে
এই মাস মহান- এই মাস সুমহান।

এ মাসে সাধিত- একটি ফরজ সাধন
অন্যমাসের- সত্তর ফরজ সমতুল্য,
বিচার দিবসে- কামিয়াব হবেন তারা
দিবেন যারা নেক আমলে সিয়াম মূল্য।

আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া
অর্জন করবে যে- ভাগ্যবান মুসলিম,
থাকেনা তার মৃত্যুভয়- হারানোর ভয়
শুধু ব্যতিক্রম, মনুষ্যত্বহীন জালিম।

সিয়ামের নূর বাতি- জ্বলুক ঘরে ঘরে
ধরার বুকে আসুক শান্তি, একে-অপরে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ