সেলস লিডার্স বিডির সেলস ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২২, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২২, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সেলস প্রফেশনালদের জন্য প্রথম ও বৃহত্তম নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘সেলস লিডার্স বিডি’ দ্বিতীয়বারের মতো আয়োজন করল ‘সেলস ইফতার’। শুক্রবার (২১ মার্চ) রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত ফুড রেল রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ আয়োজনটি দেশের শীর্ষ সেলস পেশাদার ও কর্পোরেট ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয়।
সেলস লিডার্স বিডি একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব এবং লিংকডইন প্রোফাইল সব মিলে পাঁচ লাখ সেলস প্রফেশনালদের লার্নিং ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে।
এ দিন ইফতারের পাশাপাশি ‘সেলস ক্যারিয়ার গ্রোথে নেটওয়ার্কিংয়ের ভূমিকা’ ও ‘লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (L&D)-এর ক্যারিয়ার উন্নয়নে প্রভাব’ বিষয়ক দুটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নেটওয়ার্ক তৈরির কৌশল ও লার্নিং ডেভেলপমেন্টের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই এই আয়োজনের প্রশংসা করেন এবং প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমে আরো সক্রিয়ভাবে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফিক্স বাংলাদেশের সিইও শামীম আজাদ, লিড প্রপার্টিসের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রবাসী পল্লী গ্রুপের জিএম ও হেড অফ সেলস নিজাম আকন্দ, আউটবক্স কমিউনিকেশনের সিইও মিজানুর রহমান, গাজী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোরশেদুল ইসলাম, ম্যানেজমেন্ট ও ট্রেনিং কনসালটেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, সুপার সাইনস কেবলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ডক্টর জে আলীসহ শতাধিক সেলস লিডার ও করপোরেট প্রফেশনাল ব্যক্তি।
অনুষ্ঠানটির উপস্থাপনাসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলস লিডার্স বিডির ফাউন্ডার ও প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আকন্দ। তাকে সহযোগিতা করেনএই প্লাটফর্মের ডিরেক্টরবৃন্দ খালিদ হাসান রাব্বি, ইমরান আইয়ুব, আবুল কাশেম, মিনার হোসেন ও মেম্বার এনামুল হক। তিনি এই আয়োজনের সফল বাস্তবায়নে অংশ নেয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে প্ল্যাটফর্মটির সাথে থেকে সবাইকে বাংলাদেশের সেলস প্রফেশনালদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
জনতার আওয়াজ/আ আ
