ব্রিটিশ বাংলাদেশ ইন্টাঃ স্কুল এন্ড কলেজে সভা অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩০, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রিটিশ বাংলাদেশ ইন্টাঃ স্কুল এন্ড কলেজে সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত সরকারের শিক্ষা খাতের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ বলেন, বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশের মানুষের সঙ্গে ছিল তার অবিনশ্বর আত্মার বন্ধন। বঙ্গবন্ধুর শিক্ষানীতিতে সমাজ, শিক্ষা ও মানুষ একীভূত হয়েছে একাত্তরের চেতনা, হাজার বছরে অর্জিত মূল্যবোধ, সামাজিক সংস্কার এবং আধুনিক জ্ঞানের বিশুদ্ধতায়। তিনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও দর্শনকে ধারণ করে যেকোনো জাতি একটি আধুনিক, কর্মমুখী এবং বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। বাংলাদেশ উত্তরোত্তর যে উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতার সাড়ে চার বছরের মধ্যে বিপথগামীদের হাতে তিনি শহীদ না হলে আজকের বাংলাদেশ আরো কয়েক গুণ উন্নত হতো সন্দেহ নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষাখাতে শেখ হাসিনার সরকারের সাফল্য ঈর্ষণীয়। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ।
বিদ্যালয়ের শিক্ষক তানভীর খান ও এমরাজ চৌধুরীর যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ এ. কে. মাহমুদুল হক, সিনিয়র শিক্ষক নাজভিন আক্তার, নাহিদা আক্তার ও বিজিত দেব রায়, শিক্ষক মুহিবুল হোসেন চৌধুরী ও রাবেয়া বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদ বেগম।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম শিক্ষক আলাউর রহমান। শিক্ষক প্রিয়াংকা দেব ও সুমনা সাহার তত্ত্বাবধানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলেই। এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ