স্বাধীনতা, গণতন্ত্র এবং বেগম জিয়া এক ও অভিন্ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৫, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৫, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার ইতিহাস বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ রচনা করতে পারবে না। কেননা, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং বেগম জিয়া এক ও অভিন্ন।
বুধবার (০৫ মার্চ) রাজধানীর রমনা রেস্টুরেন্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ‘হৃদয়ে বরিশাল, ঢাকা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আবু নাসের রহমাতুল্লাহ আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য, আমাদের জন্য গৌরব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রপ্রেমী মানুষের গৌরব হচ্ছে খালেদা জিয়া। আল্লাহতায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করুক। বাংলাদেশের রাজনীতিতে ওনার গুরুত্বপূর্ণ অবদান এ দেশের মানুষ দেখতে চায়।
তিনি বলেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহতায়ালা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং নেক হায়াত দান করেন, আমরা সবাই এই দোয়া করব। তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন। গণতন্ত্রের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন; তার মতো এ রকম নেত্রী শুধু বাংলাদেশে নয়, এই উপমহাদেশেও পাওয়া দুষ্কর।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্র। দেশি ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে বীরের বেশে তিনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। সকল ষড়যন্ত্র ছিন্ন করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এবং এ দেশের মানুষ যে রকম বাংলাদেশ চায়, সেই রকম বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজের বর্তমান ও সাবেক ছাত্ররা।
জনতার আওয়াজ/আ আ
