হঠাৎ লন্ডনের রাস্তায় দেখা মিললো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
আরিফ মাহফুজ,বিশেষ প্রতিনিধি লন্ডন
জনাজীর্ণ লন্ডনের রাস্তা , নিয়ন আলোর জলকানিতে ব্যস্ত পূর্বলন্ডনের রাস্তা হঠাৎ চারদিকে হট্টগোল , ভীড় করছেন সাধারন মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। ঐ যে তিনি , ওই যে তিনি। এরকম শোরগোলে ব্যস্ত সবাই চলছিলো ছবি তোলার হিড়িক কিন্তু তিনি কে ? এরকম ভাবেই মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের রাস্তায় স্বাভাবিক ভাবেই দেখা মিললো বিএনপির ভাবরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্বলন্ডনে এসেছিলেন তবে কেন এসেছিলেন তা জানা যায়নি। প্রিয় নেতাকে রাস্তায় তাঁকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা সাথে সাধারন জনগণও। তারেক রহমানও খোশমেজাজে সবার সাথে কুশল বিনিময় করেন , সবার খোঁজ খবর নেন। এসময় হাস্যউজ্জল তারেক রহমান সাথে ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।