হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে মো. মোশারক হোসেনকে (আরিফ বাপ্পি) অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রবিবার ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসেন ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মোশারফ হোসেনকে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকো অব্যাহতি দেওয়া হয়।

এদিকে মোশারফ হোসেন আরিফ বাপ্পীর একটি অপত্তিকর ভিডিও নিয়ে হবিগঞ্জে সমালোচনা চলছিল। তবে ভিডিওচিত্রে সুপার এডিট বলে দাবি করেছেন আরিফ বাপ্পী।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ