হয় না দেখাদেখি : শহীদুল্লাহ ফরায়জী – জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৪, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হয় না দেখাদেখি : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:০৯ পূর্বাহ্ণ

 

সে আর আমি
একসঙ্গে থাকি
হয় না দেখাদেখি,
আমি জানি না রে জানি না
বুঝি না রে বুঝি না
কে কারে দেয় ফাঁকি রে বন্ধু
কে কারে দেয় ফাঁকি,
সে আর আমি একসঙ্গে থাকি
হয় না দেখাদেখি।

যাকে যায় না দেখা দু’চোখে
মর্তলোকে বা স্বর্গালোকে
কেন দেখার গোপন বাসনা
জন্ম নিলো এই বুকে!
জানি রে জানি
পাবো না দেখা
তবু আশা বেঁধে রাখি
সে আর আমি একসঙ্গে থাকি
হয় না দেখাদেখি।

এক ঘরেতে বসত
তবু হয় না পরিচয়,
যতই নির্ভর পরস্পর
তবু কেউ কারো নয়।

হায় রে অন্ধ আমি
যে ডুবে থাকে
চোখের মাঝে
কেমন করে দেখবো তাকে!

সে আর আমি
সর্বনাশে মাখামাখি
হয়নি, হবেও না
চিরকাল দেখাদেখি।

faraizees@gmail.


Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ