হরতালের শেষ দিনে নগরীতে মহানগর যুবদলের পিকে টিং মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৩, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের শেষ দিনে নগরীতে মহানগর যুবদলের পিকে টিং মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি কেন্দ্র আহুত টানা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল।

সোমবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর দরগাগেইট এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, চমক দে পল্লু, শাহেদ আহমদ, শাহেল রহমান, রিপন চৌধুরী, কাছা মিয়া, সিহাব খান, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, ছবরুল ইসলাম নেপুর ,শিপলুজ্জামান, রাজু আহমেদ, সামাদ হোসেন সাজু, সাইফুল ইসলাম, তুহিন আহমদ, জুনেল আহমদ, আব্দুল আলিম, মুজিবুল হক রাহাত, হাসান আহমদ রুমেল, সালেক খান, বলিক হুসেন, আবুল হোসেন, বাবলা আহমদ, সুয়েব আহমেদ, লায়েক আহমদ, পারভেজ আহমেদ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন হৃদয়, তানজিম লিটন ও মো. সামসুল ইসলাম প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে বাকশালীদের ক্ষমতায় নিতেই দলদাস নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। কিন্তু এদেশে আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যুবদল নেতাকর্মীদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবে না।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ