হরতালের সমর্থনে শাহজাহানপুরে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।
সোমবার (২০ নভেম্বর) মিছিলটি শাহজাহানপুর শহীদবাগ চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও রেলগেটের আগে আমতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, মতিঝিল, পল্টন ও সবুজবাগ থানা যুবদল নেতৃবৃন্দ।
মিছিল থেকে অবৈধ হাসিনার পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেয়া হয় ।
জনতার আওয়াজ/আ আ
