হরতালের ২য় দিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে সোমবার দুপুর ১২টায় নগরীর চৌহাট্রা টু কুমারপাড়া রোডের মীরবক্সটুলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, “ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্রযন্ত্র গুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিণত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীতে রুপান্তর করে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নিধন করতে গুম, খুন, মিথ্যা গায়েবী মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করে আরেকটি নিশিরাতের ভোট ডাকাতির পায়তারা করছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই অচিরেই চুড়ান্ত ফায়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।”
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ
