হাজার যোগ্য নেতার মৃত্যু চেয়ে একজন অযোগ্য নেতা মসনদে বসা ক্ষতিকর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাজার যোগ্য নেতার মৃত্যু চেয়ে একজন অযোগ্য নেতা মসনদে বসা ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ

 

ফজল মুহাম্মদ

আমি নানা ধরনের কর্মসূচি নিয়ে অনেক বার তুরস্ক সফর করেছি। এখনো ফি বছর তুরস্কে যাতায়াত করে থাকি। আমি যখনই তুরস্ক গমন করি; তখন আমার তুর্কি মেজবান আমাকে তুরস্কের আধ্যাত্মিক শহর; এক সময়ের সেলজুক সালতানাদের রাজধানী কুনিয়া সফরে নিয়ে যান। যেখানে সুফী মরমী কবি মাওলানা জালাল উদ্দিন রুমী র.-এর মাজার রয়েছে। মাওলানা রুমী র.- অনেক উচু মানের আলেম ছিলেন। উনার পীর শায়খ শামস্ তাবরেজী র.-এর মাজারও কুনিয়া শহরে।

জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (৩০ সেপ্টেম্বর ১২০৭-১৭ ডিসেম্বর ১২৭৩) যিনি জালাল উদ্দিন মুহাম্মদ বালখী, মাওলানা রুমী, মৌলভি রুমী ছাড়াও শুধুমাত্র রুমী নামেও পরিচিত। ১৩০০ শতাব্দীর একজন ফার্সি সুন্নি মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিয়বাদী এবং সুফী ছিলেন। রুমীর প্রভাব দেশের সীমানা এবং জাতিগত পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্বদরবারে ছড়িয়ে পড়েছে; ফার্সি, তাজাকিস্তানি, তুর্কি, গ্রিক, পশতুন, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মুসলামানরা বিগত সাত শতক ধরে বেশ ভালভাবেই তার আধ্যাত্মিক উত্তরাধিকারকে যথাযথভাবে সমাদৃত করে আসছে।

মাওলানা রুমী র. অসংখ্য কিতাব রচনা করেছেন। এর মধ্যে মসনবী শরীফ অনবদ্য এক অমর কাব্য রচনা। দীর্ঘ ২২ বছর অক্লান্ত পরিশ্রমের ফল এই মসনবি শরীফ। যা সুবিশাল ৪০ হাজার লাইনের মহাজ্ঞানের ভান্ডার । যে পুস্তকে তিনি রুপক উপমা পাঠকের সামনে তুলে ধরেছেন।

মাওলানা রুমী র. বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক রিসার্স স্কলার এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত সামির আসাফ The Poet of the Poets- শীর্ষক এক নিবন্ধে লিখেছেন : গভীরতার মানদণ্ডে রুমির তুলনায় শেক্সপিয়রের মান হচ্ছে মাত্র ১০ ভাগের এক ভাগ ৷ পশ্চিমা সাহিত্যিকদের মান প্রসেঙ্গ তিনি আরো লিখেছেন, ‘পাশ্চাত্যের গ্যাটে, চসার ও ইমারসন পর্যন্ত রুমির প্রভাব প্রতিপত্তি উপলব্ধি করতে পেরেছেন ৷ এ কথা বলতে দ্বিধা নেই, রুমির সমকক্ষ যেমন গাজ্জালি, গালিব, জামি, সাদি, জিবরান, এমনকি কাজমি সাহিত্যকর্মের তুলনায় পশ্চিমা সাহিত্য বলতে গেলে হাস্যকর পর্যায়ের অগভীর ।

তার লেখায় জীবনের নানা রকম জটিল বিষয়ে এমন কিছু উদাহরণ টেনেছেন যা সত্যিই অবাক করার মতো উপমা। আজকের ছোট্ট এই লেখাতে উনার একটি অসাধারণ কথা আপনাদের জানাতে চাই।

মাওলানা জালাল উদ্দিন রুমী র.- বলেছেন, হে আমার পুত্রতুল্য সাগরেদগণ! জেনে রেখো, যখন সমাজ, সংগঠন বা রাষ্ট্র শক্তির বিভিন্ন পদ-পদবীতে অযোগ্য লোকেরা মসনদ দখল করে বসে থাকে, তখন এত পরিমাণ লোকসান হয়ে যায় যে, এক হাজার যোগ্য আলেম বা নেতার মৃত্যু হলে বা যুদ্ধে শাহাদাত বরণ করলে যে পরিমাণ ক্ষতি সাধণ হয়ে থাকে, তার চেয়েও হাজার গুণ লোকসান ঘটে থাকে ওই অযোগ্য, অথর্ব নেতৃত্বের কারণে সমাজ, সংগঠন ও রাষ্ট্রে !

ফজল মুহাম্মদ

আন্তর্জাতিক বিশ্লেষক ও কলামিস্ট

টরন্টো, কানাডা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ