হারমানপ্রীতের সঙ্গে বসবেন বিসিসিআই সভাপতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে সম্প্রতি ঘরের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ড্র করেছে বাংলাদেশ। দুই দলই আগে একটি করে ম্যাচ জেতায় শেষটি হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনালে। এমন ম্যাচে খেলতে নেমে মাঠে প্রতিপক্ষ দল এবং আম্পায়ারদের সঙ্গে চূড়ান্ত বাজে আচরণ করেছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। তার এমন আচরণ নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
ফলে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় অধিনায়কের এমন আচরনের জন্য আগামী দুইটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না তিনি। এছাড়া ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে এই ক্রিকেটারকে। বিষয়টি এক বিবৃতিতে জানায় আইসিসি।
সেই সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁর। দুই ম্যাচ নিষিদ্ধর ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হারমানপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হারমানপ্রীত । যার জন্য তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফি কেটে নেওয়া হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন ভারতীয় অধিনায়ক।
সেই কারণে তার ম্যাচ ফির আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হয়। অর্থাৎ ম্যাচ ফির মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হবে হারমানপ্রীতের। তার সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দুইটি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হলেন হারমানপ্রীত।
এদিকে ভারতীয় নারী দলের অধিনায়কের এমন বাজে আচরণের সমালোচনা করেছিলেন দেশটির সাবেক অনেক ক্রিকেটারও। সাবেক অধিনায়ক ডায়ানা এদুলজি, আনজুম চোপড়া, মিতালি রাজরা তাঁর এমন আচরণকে পীড়াদায়ক বলেও অভিহিত করেছিলেন। আবার ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল জানিয়েছিলেন বিসিসিআই এর উচিত তাকে আরও কঠোর শাস্তি দেয়া।
তবে নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে আরও কঠোর শাস্তি পাবেন কিনা এমনটা এখনো জানা না গেলেও, বোর্ড সভাপতি রজার বিনি এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে জয় শাহ।
হারমানপ্রীতের বিষয়ে বোর্ডের অবস্থান কি জানতে চাইলে বিসিসিআই সচিব বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট রজার বিনি এবং ভিভিএস লক্ষ্মণ ওর সঙ্গে কথা বলবেন। এরই মধ্যে আইসিসি তাকে নিষিদ্ধ করেছে। আর আপিল করার সময়ও পেরিয়ে গেছে।’
জনতার আওয়াজ/আ আ
