হিন্দু নন, মুসলমানও নন, কোন ধর্মের অনুসারী কারিনা? - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২১, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিন্দু নন, মুসলমানও নন, কোন ধর্মের অনুসারী কারিনা?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর খানের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভার বদৌলতে বেরিয়ে এসেছে পতৌদি পরিবারের অনেক কথা। সাইফ পত্নীর ধর্ম নিয়েও কথা বলেছেন ললিতা। জানিয়েছেন, কারিনা হিন্দু নন, ইসলামও গ্রহণ করেননি। তবে কোন ধর্ম অনুসরণ করেন তিনি? সে উত্তরও দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন এক পডকাস্টের মুখোমুখি হন ললিতা। সেখানে সাইফ পরিবার সম্পর্কে মুখ খোলেন তিনি। জানান, কারিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তার মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তিনি খ্রিস্টান। যিশুই কারিনার আরাধ্য দেবতা।

ভিন্ন ধর্মের অনুসারী এর আগেও পতৌদি পরিবারের বউ হয়ে এসেছে। সাইফের মা শর্মিলা ঠাকুর। মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ের সময় গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। নামও পাল্টেছিলেন। হয়েছিলেন আয়েশা বেগম।

এদিকে সাইফের ঘরণী হয়ে এলেও শাশুড়িকে অনুসরণ করেননি কারিনা। নামের শেষেও ব্যবহার করেন না খান পদবী। এবার ন্যানি ললিতা ফাঁস করলেন তার ধর্ম বিশ্বাসের কথা। যা শুনে যারপরনাই অবাক নেটাগরিকরা। তবে বিষয়টি নিয়ে কিছু বলেননি কারিনা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com