হে মাতৃভুমি “মা”, তুমি জবান খুলো - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৪, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হে মাতৃভুমি “মা”, তুমি জবান খুলো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ২:১৮ পূর্বাহ্ণ

 

সায়েক এম রহমান

৫৬ হাজার বর্গ-মাইলের প্রিয় মাতৃভুমি “মা”! আজ তুমি এক মহা-ক্রান্তিকাল পার করে যাচ্ছ। বাংলাদেশের ইতিহাসে যে কোন সময়ের চাইতে সব চাইতে কঠিন সময়। নেই স্বাধীনতা, নেই সার্বভৌমত্ব, নেই গনতন্ত্র ও মানবধিকার। চলছে ফ্যাসিজম, অন্যায় -অবিচার, উগ্রতা দাম্ভিকতা, খুন-গুম, হামলা মামলা, ধর্ষন, ডাকাতি, রাহাজানি। দেশটির আকাশে বাতাসে মানুষ দেখছে অন্ধকার কালো মেঘ, কানে আসছে ক্রন্দনের সুর। একাত্তরে রাত দুপুরে কেহ দরজা ধাক্কা দিলে বা কড়া নাড়লে, ভয়ে ভয়ে ঘরের ভিতর থেকে জিজ্ঞেস করা হতো কে? ওপাশ থেকে উত্তর আসতো আমরা (পাকিস্তানি) মিলেটারি। আজ স্বাধীনতার ৫২ বৎসর পর ২০২৩ সালে রাত দুপুরে কেহ দরজা ধাক্কা দিলে বা কড়া নাড়লে, ঠিক তেমনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করা হয় কে? ওপাশ থেকে উত্তর আসে আমরা ডি বি পুলিশ। অতপর পড়তে হয়,,,, লা-হাওলা কুয়াতা,,,,,,,,,,,আলি-উল-আজিম।

হে মাতৃভুমি “মা”, হে জন্মভুমি “মা”, তোমার কোলে জন্ম নেওয়া, তোমার বীর সন্তানেরা ৫৬ হাজার বর্গ-মাইলের মাতৃভুমির,,,,, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, শহীদ হয়েছে, বারংবার। তোমার বীর সন্তানদের রয়েছে গৌরবের ইতিহাস, সন্মানের ইতিহাস। ১৯৪৭ সাল থেকে শুরু করে, ৫২, ৫৪, ৬৯, ৭০, ৭১ ও ৯০ এর ইতিহাস। এ- সবই গৌরবের ইতিহাস, সন্মানের ইতিহাস, কৃতিত্বের ইতিহাস। যার ফলে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শতকরা ৯০ জনের উপরে মুসলিম বাসযোগ্য দেশ। রাষ্ট ধর্ম ও ইসলাম। জনসংখ্যার দিক দিয়ে দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই বাংলাদেশ। এত সব গৌরব, সন্মান ও কৃতিত্বের অধিকারী তুমি “মাতৃভুমি “মা”। এ সব অর্জন প্রায় পচাত্তর বৎসরের অর্জন। এই সব অর্জন আজ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত। সতের কোটি মানুষ আজ বন্দী শালায় আবদ্ধ। আর নিশ্চুপ নয়, আর দেরী নয়, হে মাতৃভুমি “মা”, হে জন্মভুমি “মা”, তুমি জবান খুলো। তুমি রুখে দাঁড়াও। এখনই সময়।।

সায়েক এম রহমান
উপদেষ্টা সম্পাদক
জনতার আওয়াজ ডটকম

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ