১৬ বছরে আ‘লীগ গণতন্ত্রকে বিপন্ন করেছে’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৬ বছরে আ‘লীগ গণতন্ত্রকে বিপন্ন করেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে দিনের ভোট রাতে প্রহসনে পরিণত করে প্রশাসনকে উলঙ্গভাবে ব্যবহার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল। যে কারণে গত ১৬ বছরে এই বাংলাদেশে অর্থনৈতিক লুটতরাজের মহোৎসব চলেছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রী, নেতাকর্মীরা লুটতরাজের মহোৎসব করেছে। ১৬ বছরে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। বাড়ী ও গাড়ীর মালিকও হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। পাশাপাশি ক্ষমতার মসনদকে তারা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মুক্তিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনগণ এবং আলেম-উলামাদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। এই বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান যাদের সবচেয়ে বড় আত্মার সেন্টিম্যান্ট হচ্ছে ইসলাম। এই ইসলামকে নিয়েও তারা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র তারা এখনও করছে। তাই তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

জেলা ওলামা দলের আহবায়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রন্জু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মুত্তালিব সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com