২১ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো বাংলাদেশির সেঞ্চুরি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২১ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো বাংলাদেশির সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পাকিস্তানের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফর্মেন্স কোনো ফরম্যাটেই কখনই খুব একটা ভালো নয়। সেখানে সেঞ্চুরি আশা করাটা তো বাড়াবাড়ি বিষয়। পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটারের তৃতীয় সেঞ্চুরি দেখতে তাই অপেক্ষা করত হলো ২১ বছর। চলতি রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে সেই ব্যাডপ্যাচ কাটালেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিপক্ষে মুশফিকের প্রথম সেঞ্চুরিপাকিস্তানের বিপক্ষে মুশফিকের প্রথম সেঞ্চুরি
‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার আজ শনিবার টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তানের মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বশেষ সেঞ্চুরি দেখা গিয়েছিল ২১ বছর আগে ২০০৩ সালে। ওই বছরের আগস্টে করাচিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ২১৮ বলে ১০৮ রানের ইনিংস খেলিছেলেন সাবেক অধিনায়ক তথা সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওই সিরিজে বাংলাদেশের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন।

এই ছবিগুলোই আমার বাংলাদেশ: তামিম ইকবালএই ছবিগুলোই আমার বাংলাদেশ: তামিম ইকবাল
পেশোয়ারে অনুষ্ঠিত পরের টেস্টে সেঞ্চুরি হাঁকান ওপেনার জাভেদ ওমর বেলিম। ৩৫৭ বলে ১১৯ রানের সেই ইনিংসটাই তার ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। শুধু তাই নয়, আজকের আগে পাকিস্তানের মাটিতে সেটাই বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বশেষ সেঞ্চুরি হয়ে ছিল। দীর্ঘ সেই সেঞ্চুরিখরা ঘুচালেন মুশফিক। এর মাধ্যমে তিনি তামিম ইকবালকে টপকে বাংলাদেশিদের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। তার চেয়ে বেশি ১২ সেঞ্চুরি আছে মুমিনুল হকের।

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশসাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ
বাংলাদেশের ব্যাটারদের মাঝে বিদেশের মাটিতে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও এখন মুশফিকের দখলে। ৬৮ ইনিংসে ৫ সেঞ্চুরি করলেন তিনি। এই রেকর্ডেও তিনি পেছনে ফেলেছেন বিদেশের মাটিতে ৫৯ ইনিংসে ৪ সেঞ্চুরি করা তামিমকে। এই ৫ সেঞ্চুরি আবার ভিন্ন ৫ দেশে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তাছাড়া দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানের বিপক্ষে এটাই মুশফিকের প্রথম সেঞ্চুরি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ